নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়ায় একটি কালভার্ট নির্মাণের কার্যক্রম বেশীর ভাগ অংশ শেষ হবার পরেও অবশিষ্ট কাজ বিশেষ করে দুই পাশের সংযোগ সড়কের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে নানান গড়িমসি করা হচ্ছে এবং নির্মাণ কাজ ধীরগতির হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী ও যাত্রীসাধারণ।
ভূক্তভোগীরা জানান, কেওঢালা টু বারদী সড়কে প্রতিদিন ছোট বড় অসংখ্য যানবাহন চলে। এই সড়কটি ব্যবহার করে সোনারগাঁ ও বন্দরের বেশ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার লোকজন প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করেন। সড়কটির বাগদোবাড়িয়া অংশে এই কালভার্টটি নির্মাণাধীন থাকায় জনসাধারণের সময় অপচয় হচ্ছে এবং ভাঙ্গা একটি ডাইভার্সন দিয়ে চলাচল করতে হচ্ছে।
নির্মাণের প্রথম থেকেই ধীরগতিতে কাজ চলছিলো এবং ৫ আগস্টের পর আর তেমন কোন কাজ ঠিকাদার করেন নি। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
চলাচলের জন্য পাশেই একটি নামমাত্র ডাইভার্সন করা হলেও দীর্ঘদিন তা ব্যবহারের কারণে বর্তমানে চলাচল অনুপযোগি হয়ে পড়েছে। যা দিয়ে চলতে গিয়ে প্রায় সময়ই যানবাহন বিকল হয়ে পড়ছে এবং দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে কথা বলতে সোমবার দুপুরে অত্র নির্মাণ কাজের ঠিকাদার রফিকুল ইসলাম নান্নুর ব্যবহৃত মোবাইল নাম্বারে কয়েকবার কল দিলেও নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।