বিশেষ প্রতিনিধি :-মোঃ ইব্রাহিম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (বন্দরের) দেওয়ানবাগের আকিব ফিলিং স্টেশন দীর্ঘদিন যাবৎ মদনপুর স্ট্যান্ড সহ আশেপাশের কয়েকটি স্টেশনে চলাচলকারী সিএনজি চালিত অটোরিক্সাগুলোকে ঠিকভাবে গ্যাস না দেয়ার অভিযোগ উঠেছে।
চালকরা গ্যাস নিতে আসলে ফিলিং স্টেশনের মালিকপক্ষ গ্যাস নেই, বিদ্যুৎ নেই বলে তাদেরকে ফিরিয়ে দিতো ও নানান গড়িমসি করতো। কয়েকজন সিএনজি চালকদের ভাষ্যমতে, পূর্বের সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দোহাই দিয়ে আকিব ফিলিং স্টেশনের মালিকপক্ষ প্রভাব বিস্তার করতো ও তাদেরকে ভয়ভীতি দেখাতো।
কিন্তু ট্রাক, লড়ি, কাভার্ড ভ্যানকে পর্যাপ্ত পরিমাণে গ্যাস দেয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, এমনকি গ্যাস পাবার প্রলোভনে ভিন্ন জেলা থেকে কাভার্ড ভ্যান এখানে এসে গ্যাস নিয়ে যায়, যার ভিডিও উপস্থিত কয়েকজন সাংবাদিকদের মোবাইল ফোনে দেখা গেছে।
এদিকে গ্যাস না পেয়ে চরম সংকটাপন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে চালকরা দিনাতিপাত করছে এবং গাড়ি চালাতে না পেরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। উপায়ন্তর না দেখে শনিবার সকাল ১১টায় সিএনজি অটোরিক্সা চালকরা আকিব ফিলিং স্টেশনটি ঘেরাও করে বেশ কিছু সময় বিক্ষোভ প্রদর্শন করে।
পরে খবর পেয়ে স্থানীয় দেওয়ানবাগ এলাকার বাসিন্দা ও বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং তার হস্তক্ষেপে এখন থেকে নির্বিঘ্নে ও নিরবিচ্ছিন্নভাবে গ্যাস দেয়া হবে ফিলিং স্টেশনের মালিকপক্ষ এমন প্রতিশ্রুতি দিলে চালকরা বিক্ষোভ বন্ধ করে যার যার কাজে ফিরে যান।
এদিকে খবর পেয়ে বন্দর থানাধীন ধামগড় ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এস.আই মফিজুল ইসলাম সহ সঙ্গিয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন।