নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর গ্রামের মৃত হোসেন ভুইয়ার ছেলে ইউসুফ ভুইয়া (৩৭) এবং একই এলাকার মৃত আ: মালেকের ছেলে খলিলুল রহমান (৪৮)।
মামলার বাদি ভুক্তভোগী নারী (ছদ্মনাম শিলা) উল্লেখ করেন, তার স্বামী পঞ্চমীঘাট বাজারে একটি মিষ্টির দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো গত ২৩ সেপ্টেম্বর তার স্বামী সকাল ৬টায় কর্মস্থলে চলে গেলে তিনি শিশু সন্তান নিয়ে বাড়িতে একা ছিলেন। বিকেলে ময়লা ফেলতে বাড়ির বাইরে গেলে ইউসুফ ভুইয়া তার মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর পালাক্রমে খলিলুল রহমানও তাকে ধর্ষণ করে।
এই ঘটনার পর শিলা তালতলা তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে অভিযুক্তদের আদালতে রোববার সকালে প্রেরণ করা হয়েছে।