বিশেষ প্রতিবেদকঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে (৮ অক্টোবর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অত্র ধামগড় ইউনিয়ন আইন শৃঙ্খলা বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন সভাপতির বক্তব্যে বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। হিন্দুধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে এ উৎসব পালন করবেন এই আমাদের প্রত্যাশা। ধর্মীয়ভাবে আপনাদের ধর্মে যে নির্দেশনা দেয়া হয়েছে সে পর্যন্তই আনন্দ উদযাপন করুন। কোন বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না হয় সেদিকে আপনারা তৎপর থাকবেন। প্রশাসন সহ আমাদের ইউনিয়ন পরিষদ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে। স্থানীয় ইউপি সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছেন তারাও আপনাদের পাশে রয়েছেন। যে কোন সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন’।
এসময় বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, অত্র ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল হোসেন, ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফয়েজুর রহমান মোল্লা, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সাঈদ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস ছোবহান, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মনির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য হাসনারা বেগম,
শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খন্দকার শামীমা আক্তার মুন্নী, অত্র ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হাসান, সমাজসেবক মুফতি আবুল কাশেম, ইয়াছিন শাহ ও জাহিদ মুন্সী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজামন্ডপের সাথে সম্পৃক্ত হিন্দুধর্মাবলম্বীরা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, ওলামায়ে কেরামগণ, আনসার বাহিনীর প্রতিনিধি, গ্রাম আদালত সমন্বয়কারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্ররা সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।