শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সাবেক প্রতিমন্ত্রী ও সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম আজ ১১/১০/২০২৪ইং শুক্রবার সোনারগাঁয়ে বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন। তিনি বারদীর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট অমল পোদ্দার বাড়ীর মন্ডপ, নয়াপুর পুজামন্ডপ পরিদর্শন করেন। এসময় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম পুজামন্ডপ ও হিন্দু সম্প্রদায়ের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ সহ দলীয় নেতা কর্মীদের নির্দেশনা দেন। তিনি বারদীতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এলাকা ও আশ্রমের পুজা মন্ডপসহ অন্যান্য মন্ডপ পরিদর্শন করে পুজারীদের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন। এসময় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের সাথে হিন্দু কমিউনিটি নেতা সিআইপি অখিল পোদ্দার, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কসশেম বাবু, সোনারগাঁ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন, সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নূর-ই-ইয়াসিন নোবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, বারদী ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, যুবদল নেতা কবির মৃধা, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা সানোয়ার হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পিয়ার হোসেন নয়ন সোনারগাঁও উপজেলার বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন সাদীপুর ইউনিয়নের সহ-সভাপতি নুরুজ্জামান বিএনপির শত শত নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।