চাঁদপুর জেলার দক্ষিন মতলবের বাসিন্দা শাহ আলম কুদ্দুস অতি সাধারণ ,মুর্খ,দিন মজুর। নিরিহ এই একান্নবর্তী পরিবারটি পৈত্রিক সূত্রে পাওয়া খড়গপুর মৌজার ৪টি বি এস খতিয়ানে ১৬ টি দাগে মোট ৩৯৫ শতাংশ জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছিল। অথচ সেই পরিবারটি এখন অনাহারে, অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে।
তৎকালীন আওয়ামী সন্ত্রাসী, ভূমিদস্যু এবং অসংখ্য অপরাধের হোতা সেলিম মাস্টার,ফিরোজ গং জালিয়াতি পূর্বক উল্লিখিত জমির বি এস রের্কড তাদের নিজ নামে রের্কডভূক্ত করে নেয়। নির্যাতিত পরিবারটি বিগত ১৬ এপ্রিল ২০১৫ইং সালে রের্কড সংশোধনের জন্য সার্ভেয়ার ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ ১ম আদালত, চাঁদপুর কোর্টে মামলা দায়ের করে। মোকদ্দমা নং-৯৯৮/২০১৫ যা এখনো চলামান। এরপর থেকেই আওয়ামী দোসর তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের যোগসাজসে আওয়ামী সন্ত্রাসী,ভূমিদস্যু এবং অসংখ্য অপরাধের হোতা সেলিম মাস্টার ও ফিরোজের অত্যাচারের খরগ আরো ও বেশী ধারালো হয়ে ওঠে খড়গপুরবাসী কুদ্দুসের উপর। ১৬ জুন ২০১৭ইং তারিখে কুদ্দুস তার নিজ জমিতে চাষাবাদ করতে গেলে সেলিম মাস্টার ও ফিরোজ সন্ত্রাসী লোকজন নিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে প্রথমে কুদ্দুসের মাথায় আঘাত করে এতে কুদ্দুস রক্তাক্ত জখম হয়, কুদ্দুসের চিৎকার শুনে তার স্ত্রী তাকে বাচাঁতে আসলে কুদ্দুসের স্ত্রীকেও রক্তাক্ত জখম করে ঐ সন্ত্রাসী বাহিনী। আহত কুদ্দুস ও তার স্ত্রী থানায় মামলা করতে গেলে সেলিম মাস্টার ও ফিরোজ এর প্রভাবে থানা পুলিশ মামলা নিতে রাজি না হয়ে উল্টো তাদেরকে হুমকী দেয় পুলিশ কর্মকর্তারা।
এ বিষয়ে কুদ্দুস ও তার স্ত্রী এনএএনটিভিবিডিডটকম কে জানায়; আওয়ামী সন্ত্রাসী,ভূমিদস্যু এবং অসংখ্য অপরাধের হোতা সেলিম মাস্টার,ফিরোজ গং তারা দিন রাত সব সময় আমাদের প্রাণনাশের হুমকী দেয়, আমরা আমাদের পৈত্রিক জমিতে চাষাবাদ করতে গেলে আমাকে এবং আমার স্ত্রীকে রক্তাক্ত জখম করে,থানা পুলিশও সেলিম মাস্টার,ফিরোজ এর ভয়ে মামলা নেয় না, আমাদের পুরো জায়গা ওরা কাটা তারের বেড়া দিয়া দিছে, আমাগো পরিবারের কেউ মারা গেলে আমরা ঘর থেইক্কা লাশ বের করতেও পারি না। আমরা এই অন্যায়ের বিচার চাই। আমাগো জমি আমরা ফেরত চাই।
এই অসহায় ভুক্তভোগী পরিবারটি এখন ন্যায় বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে। তাদের পৈত্রিক জমি ফেরত পেতে এবং এনে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তপক্ষের হস্তক্ষেপে এই আওয়ামী সন্ত্রাসী,ভূমিদস্যু এবং অসংখ্য অপরাধের হোতা সেলিম মাস্টার,ফিরোজ গংদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসীসহ ভুক্তভোগী পরিবার।