বিশেষ প্রতিনিধি
বৈষমী বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে শফিক নামের এক ব্যক্তি নিহতের এঘটনায় সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো: ইউনুছকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল সোমবার রাতে তাকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী জানান, গত ৪ আগস্ট বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পন্ড করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সমর্থিত নেতা-কর্মীরা একত্রিত হয়ে আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলার ঢাকা-সিলেট মহসড়কের কাঁচপুর সেনপাড়া সিনহা গার্মেন্টস এর সামনে পাকা রাস্তার উপর যানবাহন চলাচলের বাঁধা সৃষ্টি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য আসামীদের নির্দেশে গ্রেপ্তারকৃত আসামীসহ অজ্ঞাতনামা আরো শতাধিক লোক রাস্তায় অবস্থানরত ছাত্র-জনতার উপর ককটেল বিস্ফোরণ করিয়া ভীতি সৃষ্টি করে এবং তাহাদের হাতে থাকা “আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাথারী গুলি করলে শফিক (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় শফিকের চাঁচাতো ভাই বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার অন্যতম আসামী শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: ইউনুছকে গ্রেপ্তার করা হয়।