আমাদের স্বাধীন দেশ
স্টাফ রিপোর্টারঃ
বন্দর থানাধীন নাসিক ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া চৌরাস্তা সংলগ্ন চাঁপাতলী খেলার মাঠে (২৯ নভেম্বর) শুক্রবার রাত ৮টায় চাঁপাতলী যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ডে-নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে এবং উক্ত খেলায় রানা স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৪-১ গোলের ব্যবধানে শাওন একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেন খুবই গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন।
বিশিষ্ট সমাজসেবক ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট নূর মোহাম্মদ রনির সঞ্চালনায়
ধামগড় ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম ও ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তফা কামাল, সমাজসেবক শাহীন আহম্মেদ, মাসুদুর রহমান ও জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
এসময় উক্ত খেলা উপভোগে নাসিক ২৭নং ওয়ার্ড ও ধামগড় ইউনিয়ন সহ নিকটস্থ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও হাজারো দর্শক উপস্থিত ছিলেন এবং সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করেছেন।
যেখানে সাবেক ফুটবলার আব্দুল কাইয়ুম রেফারির দায়িত্ব পালন করেছেন।
যুবসমাজের পক্ষ থেকে সুজন, সিয়াম, সুমন, আরিফ, আল আমিন, আশিক, উজ্জল, তুহিন, তুষার, মাহমুদুল ও রাহাতের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলকে মোটর সাইকেল ও রানারআপ দলকে এলইডি টিভি পুরস্কার দেয়া হয়েছে।