বিশেষ প্রতিবেদকঃ
সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সমাবেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বক্তব্য দেয়ার জের ধরে শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর টিটিরবাড়ি স্ট্যান্ডে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার উপর হামলা চালিয়ে তাকে আহত করার ঘটনা ঘটেছে। আহত বায়েজিদ ভূঁইয়া উক্ত ইউনিয়নের লাদুরচর গ্রামের নুরুল হক ভূঁইয়ার ছেলে। এদিকে আহত বায়েজিদ ভূঁইয়ার চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করেছেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। জানা গেছে, বায়েজিদ ভূঁইয়ার আহত হবার খবর শুনে আল মুজাহিদ মল্লিক মর্মাহত হয়েছেন এবং সে যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন সেজন্য তিনি তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করেছেন।