নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় দলীয় নেতা কর্মীরা।এ ঘটনায় বুধবার ১১ ডিসেম্বর দুপুরে লাদুর চর টিটির বাড়ি বাজারে বিএনপি কার্যালয়ে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মরহুম আব্দুল হাই এর পুত্র ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান।
তিনি জানান,স্থানীয় বায়েজিদ নামে এক যুবদল নেতার সাথে গত শনিবার ৭ ডিসেম্বর বিকেলে স্থানীয় বাজারে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। সেই ঘটনার পর থেকে বায়েজিদ ও তার অনুসারীরা প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে সোনারগাঁও উপজেলা বিএনপির উপদেষ্টা মজিবর রহমানের ভুঁইয়া উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে দেয়।এর পরেও সিনিয়র নেতাদের কথা অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মাধ্যমে কুৎসা রটানো হচ্ছে। এতে করে আমি সামাজিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি।
ফেসবুকে নানা সময়ে দেয়া পোস্টে বায়েজিদ ও তার অনুসারীরা বলে বেড়াচ্ছে আমি আওয়ামী লীগের লোকজনকে প্রশ্রয় দেই যা পুরোপুরি মিথ্যাচার। আমার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাইম ইসলাম
এর একটি ছবি এডিট করে এসব মিথ্যাচার করে আসছে এ গ্রুপটি।
আনিসুর রহমান আরও বলেন, আমি এই মিথ্যা অপপ্রচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদ জানাই, এবং অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।