সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় রেজা করিম এর মুদি দোকানের সামনে ইটের সলিংয়ের রাস্তার উপর জমি সংক্রান্ত পুর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায়
জাহাঙ্গীর (৩৫) নামে ১ জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি ) সকালে জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এই বিষয়ে কলতাপাড়া গ্রামের বাসিন্দা মৃত মোঃ আব্দুর রউফ এর পুত্র আহত জাহাঙ্গীর এর বড় ভাই মোঃ ইব্রাহিম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন (১) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ওরফে মাসুম (৪৫), পিতা মৃত আব্দুল বারেক (২) মোঃ জাহাঙ্গীর হোসেন (৫২), পিতা মৃত হাবিবুর রহমান ও অজ্ঞাত ও আরও ৩/৪ জন ব্যক্তি।
অভিযোগে মোঃ ইব্রাহিম জানান, ২ নং আসামীর সাথে আমার জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসতেছিল। উক্ত বিরোধের কারণে আসামিরা আমাকে সহ আমার পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি দিয়ে আসতেছিল। এরই ধারাবাহিকতায় রবিবার ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে আমার ছোট ভাই জাহাঙ্গীর মীরেরটেক বাজার থেকে বাড়ি ফেরার পথে জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় রেজা করিম এর মুদি দোকানের সামনে ইটের সলিংয়ের রাস্তার উপড় পৌঁছলে ১ নং আসামি মোস্তাফিজুর রহমান ওরফে মাসুম তার ৩/৪ জন সহযোগী দা, লোহার রড, লাঠি,সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই নং আসামি মোঃ জাহাঙ্গীর হোসেনের পরোক্ষ ইন্ধনে ও নির্দেশে আমার ভাইয়ের পথ রোধ করে তাকে এলোপাথাড়িভাবে কিল ঘুষি মেরে ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। একপর্যায়ে আসামি মোস্তাফিজুর রহমান মাসুম তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের মাথার উপর বাড়ি মারলে সে মাথা সরিয়ে নিলে উক্ত বাড়ির আঘাতে ছোট ভাই জাহাঙ্গীরের নাকের হাঁড় ভাঙ্গিয়া গুরুতর ফাটা রক্তাক্ত জখম হয়। এ সময় আমার ভাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে উপরোক্ত আসামি আমার ভাইয়ের শার্টের পকেট থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আমার ভাইয়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা তাকে নানা ভয়ভীতি হুমকি-ধমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মামলার বাদী ইব্রাহিম আরো জানান, প্রতিপক্ষের হুমকির কারণে বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”
ঘটনা সম্পর্কে জানতে চাইলে সোনারগাঁ থানার দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।