বিশেষ প্রতিনিধি : মোঃ ফারুক দেওয়ান।
০৮/০৪/২০২৫ইং রোজ মঙ্গলবার রাত ১০:৩০ মিনিটে ঘরোয়া পরিবেশে (তানহা) ১২তম শুভ জন্মদিন অনুষ্ঠিত হয়েছে।
মুন্সিগঞ্জ সদর উপজেলা আধারা ইউনিয়নের কৃতি সন্তান। মুন্সীগঞ্জের সদর থানা যুবদল নেতা। মোঃ সোহাগ খাঁনের এক একমাত্র কন্যা তানহা খাঁন এর।
জন্মদিনের আত্মীয়-স্বজন দেশবাসীর কাছে দোয়া চেয়ে বাবার আবেগঘন স্ট্যাটাস। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি সুন্দরও প্রাণবন্ত হোক তোমার আগামীর প্রতিটি সূর্যোদয়।
চাঁদের আলোয় উদ্ভাসিত হোক তোমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত। তোমার আগামী দিনগুলো হোক শুধুই স্বপ্ন পূরণের।
জাহাজ শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী। গোলাম কিবরিয়া মিজি। আবেগঘন স্ট্যাটাস বলেন তানহা খাঁন।
বুদ্ধিমত্তা সাহস দিয়ে সামনে আরো এগিয়ে যাও। সর্বশেষ মহান আল্লাহ তায়ালার কাছে তোমার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি।
শুভ জন্মদিনে আরো উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ সদর উপজেলা আধারা ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামে কৃতি সন্তান। জসিম দেওয়ান। তার এক বাণীতে বলেন।
তানহা কে এভাবে আরো শত বার জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। মহান আল্লাহ যেনো তোমাকে ফ্যামিলির সাথে ভালোবাসার বন্ধনে সারা জিবন আগলে রাখেন আমিন।
তানহা খাঁনএর শুভ জন্মদিনে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব গুণীজনরা শুভেচ্ছা জানিয়েছেন।
আরো উপস্থিত ছিলেন। ছোট কাকা সজিব খাঁন। সাইফুল খাঁন। সাংবাদিক মোঃ ফারুক দেওয়ান। আত্মীয়-স্বজন গুণীজনরা।