বিশেষ প্রতিনিধি :
১১/এপ্রিল ২০২৫ ইং রোজ শুক্রবার সকাল ১০টায়। ২৭ নাসিক কুড়িপাড়া এলাকা দারিদ্র দিন মজুরে শাহ আলম। মেয়ে জান্নাত (৮) কে গলায় রশি পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পিতা শাহ আলম তাৎক্ষণিক দৌড়ে পালিয়ে যায়। বাড়িওয়ালা শাহিনুর জান্নাত কে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বাড়িওয়ালা শাহিনুর জানান ৪ মাস হয় আমার এখানে ভাড়া থাকে।ভোর রাত ৫ টা বাজে স্বামী স্ত্রী দুইজন ঝগড়া লাগে। সকাল ৮ টায় টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। দুজনের মধ্যে। সকাল ১০টার মধ্যে জান্নাত কে গলার রশি লাগিয়ে ঘাতক পিতা শটকে পড়েন। কুমিল্লা চান্দিনা নবাবপুর মজিদ মাস্টার বাড়ির। শামসুল হকের ছেলে। শাহ আলম। স্থানীয়রা জানান ঘাতক শাহ আলমে জুয়ায় আসক্ত কাজ কাম করে না তাকে কে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান হত্যা না আত্মহত্যা বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি আইনী প্রক্রিয়া দিন রয়েছে।