বিশেষ প্রতিবেদকঃ
অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃত বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ জেল সুপারের কার্যালয় থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জের ২টি ও ফতুল্লা থানার ১টি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেন হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
এর আগে গত ৫ মার্চ রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মাকসুদ হোসেনকে বন্দরের চাঁপাতলী নিজ বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।