মোঃইব্রাহীম : মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম,ও তিতাস অফিসের ম্যানেজার প্রকৌশলী আনোয়ার হোসেন এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
২১ এপ্রিল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নয়াপুর সহ ৫ কিলোমিটার পর্যন্ত ৪ টি স্পটে ১৩ শ বাড়ির ২ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
উচ্ছেদকৃত পাইপ: ১.৫” ডায়া বিশিষ্ট ১০০ ফিট প্রায়, ১” ডায়া বিশিষ্ট ১৬০ ফিট প্রায়, ৩” ডায়া বিশিষ্ট ৫০ ফিট প্রায়।
উচ্ছেদকৃত পাইপ: ১” ডায়া বিশিষ্ট ১৩০ ফিট প্রায়।
উচ্ছেদকৃত পাইপ: ৩” ডায়া বিশিষ্ট ৫০ ফিট
উচ্ছেদকৃত পাইপ: ১” ডায়া বিশিষ্ট ৩০ ফিট প্রায়।
বি:দ্র: অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং করা হয়।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা চলমান রয়েছে এর মধ্যে অনেক এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।