রিপোর্ট সুমন হাসান:-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গনঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি হান্নানুর রহমান রতনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতই অবস্হা হবে বলে জানান গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক- (ভিপি নূর)
মঙ্গলবার বিকেল সোনারগাঁয়ের কাঁচপুরে উপজেলার বৈহাকুর এলাকায় মসজিদ ও মাদ্রাসায় এলাকাবাসী ও ছাত্রদের নিয়ে মরহুম হান্নানুর রহমান রতনের মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন (ভিপি নূর)
দোয়া ও স্মরণ সভা শেষে মরহুম রতন হাজির পরিবারের সকলের খোঁজখবর নেন। এসময় মরহুম রতন হাজির মেয়ের জামাতা শিল্পপতি কায়সার ভূইয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।