ইব্রাহীম খান: মোবাইল কোর্টের মাধ্যমে ৫০০ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব মোঃ মোনাববর হোসেন ও তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কেওডালা,মদনপুর সহ ২ কিলোমিটার পর্যন্ত ১ টি স্পটে ৪০০ শত বাড়ির ৫০০ শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন করা হয়।
অপসারিত পাইপ:
১) ১.৫" MS পাইপ প্রায় ৯০০ফিট।
২) ২" MS পাইপপ্রায় ২০০ ফিট।
৩) ১" MS পাইপ প্রায় ১৫০ ফিট।
৪) ১.৫"হোস পাইপ প্রায় ৫০ফিট।
MTIL ZnO প্রতিষ্ঠানে অবৈধভাবে স্থাপিত ১.৫" পাইপ লাইন এর সাথে একটি-টি কানেকশন এর মাধ্যমে ১.৫" হোস পাইপের একটি সংযোগ তাদের আঙ্গিনায় পরিলক্ষিত হয়। কিন্তু তাদের প্রতিষ্ঠানে কোন ধরনের গ্যাস স্থাপনা পাওয়া হয়নি।
অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়েছে।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা চলমান রয়েছে এর মধ্যে অনেক এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।