সোনারগাঁও প্রতিনিধি,
কল্তাপাড়া ফাযিল মাদ্রাসার পরিচালনা পর্ষদে নির্বাচিত সদস্যদের তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে অবৈধ ভাবে জামায়াতের সুরা সদস্য ড. ইকবাল হোসাইন সভাপতির পদ ও মো. শাজাহান মিয়া বিদ্যুৎ উৎসাহি পদ নিয়ে কমিটির অনুমোদন নিয়ে আসায় ওদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে মাদ্রাসার নির্বাচিত সদস্যরা এবং ছাত্র-ছাত্রী অভিভাবকরা।
আজ মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টায় সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নস্থ কল্তাপাড়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনকারীরা জানান, গত ১২ মে কল্তাপাড়া ফাযিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত সদস্যদের তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে জামায়াতের সুরা সদস্য ড. ইকবাল হোসাইন নিজেকে সভাপতি ও আঃলীগ, জাতীয় পার্টির দোসর শাজাহান মিয়াকে বিদ্যুৎ উৎসাহী করে কমিটির অনুমোদন নিয়ে আসছে। তারা এ দুর্নীতিবাজ ব্যক্তিদ্বয়ের অপসারণ সহ অবৈধ ভাবে আনা কমিটি অবিলম্বে বাতিল করার জন্য ঊধ্বর্তন কতৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন মানববন্ধনকারীরা।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নব নির্বাচিত অভিভাবক সদস্য অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সানাউল্লাহ, সদস্য মো. নজরুল ইসলাম, সদস্য মো. আনসার আলী সহ সমাজসেবক মনির হোসেন, যুবদল নেতা কামরুল ইসলাম, মো. সোহেল, আলী আক্কাস, ওবায়দুল ইসলাম গাজী, মাসুদ, পনির হোসেনের নেতৃত্বে শত শত অভিভাবক ও এলাকাবাসী অংশ গ্রহণ করছেন।
অত্র মাদ্রাসার নব নির্বাচিত সদস্যরা হলেন:- দাতা সদস্য আলহাজ্ব বজলুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মো. মনির হোসেন, অভিভাবক সদস্য নজরুল ইসলাম, সানাউল্লাহ, আনসার আলী, শিক্ষক প্রতিনিধি প্রফেসর মো. ইব্রাহিম, মাস্টার মজিবুর রহমান, প্রফেসর মো. ফারুক প্রমূখ।