বিশেষ প্রতিনিধি : মোঃ ফারুক দেওয়ান।
১০/মে ২০২৫ ইং রোজ মঙ্গলবার রাতে। আনুমানিক ১০: ৩০মিনিটে ঢাকা মেট্রো দ ১৬. ১৬.৮৫ তেতুলিয়া থেকে আগত সাদা রংয়ের প্রবক্স গাড়ি টি। নীলফামারী চৌরঙ্গী মোড়ে ফেনসিডিল সহ যৌথ বাহিনীর হাতে আটক হয়। আটককৃত হলেন পঞ্চগড়ের ধাক্কা মারা গ্রামের আব্দুল বারেকের ছেলে। আমিরুল(৪১) কে ১৫০ বোতল ফেনসিডিল সহ আটক করতে সক্ষম হন।বর্তমান সে তেতুলিয়া সদর বসবাস করেন। স্থানীয়রা জানিয়েছেন মাদক কারবারীদের সাথে জড়িয়ে অবৈধ বাড়ি কয়েকটা বিলাস বহুল গাড়ি নামে বেনাম একাউন্ট অবৈধ টাকার পাহাড় করেছেন ।আমিরুল দীর্ঘদিন যাবত তার শ্বশুর বাড়িতে থাকতো ৫ আগস্টের পর আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। আরো জানাগেছে তেতুলিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ আল পায়েল এর বোন জামাই আমিরুল। তেতুলিয়া বাসির দাবি এই মাদক কারবারি কে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।