বন্দর প্রতিনিধিঃ-
নারায়নগঞ্জের বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন চান মার্কেট এলাকায় অসহায় ময়নার বাড়ি দখলের চেষ্টা। এ বিষয়ে ভোক্তভোগী ময়না বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ্যসহ আরো ২/৩ জনকে অজ্ঞাত বিবাদী করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উম্মেহানি ওরফে ময়না (৪০), স্বামীঃ মোঃ বাছেদ মিয়া, পিতা- মৃত, জয়নাল আবেদীন, সাং-ইস্পাহানী ধামগড় সেনেরবাড়ী, বন্দর, বর্তমান-সাইলো পূর্ব কলাবাগ, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ। বিবাদী (১) মোঃ সোহেল (৫৫),(২) মোঃ মাসুম (৪৫), উভয় পিতাঃ মৃতঃ আব্দুল হাশেম, (৩) মোঃ সম্রাট (২২) পিতা- মোঃ সোহেল, সর্ব সাং-ইস্পাহানী ধামগড় সেনেরবাড়ী, বন্দর, নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত নামা আরো ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিয়াছে যে, বিবাদীরা ময়নার প্রতিবেশি চাচাত ভাই ও ভাইয়ের ছেলে। বন্দর থানাধীন ইস্পাহানী সেনেরবাড়ী, (ধামগড়) চাঁন মার্কেট সাকিনস্থ ময়নার ক্রয়কৃত ৫ শাতাংশ জমি আছে। উক্ত জমি ময়না বিগত আনুমানিক ১৫ বছর পূর্বে ২ নং বিবাদী মোঃ মাসুম ও তার ভাই জিয়াউলের নিকট হইতে সাব কবলা রেজিষ্ট্রি মূলে ক্রয় করে ভোগ দখল করিয়া আসিতেছে । উল্লেখিত জমি ময়না তার নিজ নামে খাজনা খারিজ করিয়া মাটি ফেলে ভরাট করিয়া ভোগদখল করিয়া আসছে। এমনকি ২.৫ শাতাংশ জমির মধ্যে নিজেস্ব গুডাউন আছে। বাকি ২,৫০ শতাংশ জমি ফাকা অবস্থায় দেখে বিবাদীদের লোভ লাগে উক্ত ভিটে ভাড়ির উপর। বিবাদীরা গত ২৫-০৮-২৫ইং তারিখে উক্ত খালি জমিতে জোর পূর্বক ভোগদখল করার উদ্দেশ্যে নতুন করিয়া ঘর তুলার পায়তারা করছে। লোকমারফত সংবাদ পাইয়া ইং একই তারিখ ২৫-০৮-২৫ইং বিকাল অনুঃ ০৪.০০ ঘটিকার সময় বাদী ময়না ও তার বড় ভাই ওসমান গনি বিবাদীদের বাড়ীতে গিয়া এইরুপ করার কারন জানতে চাইলে বিবাদীরা উল্লেখিত জমি নিজেদের দাবি করিয়া তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া মারধর করার জন্য উদ্দ্যত হয়। একপর্যায়ে বিবাদীগন বাদীকে প্রকাশ্যে খুন, গুম করিয়া ফেলিবে বলে হুমকি প্রদান করে। বিবাদীগন এলাকায় উশৃঙ্খল মামলা ও হামলাবাজ। গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে এখন আবার বিএনপি নেতা সাজতে চাইছে। তাদের একমাত্র শেল্টারদাতা বিএনপি নেতা পরিচয়ে সন্ত্রাসী রফিক। বিএনপি নামধারী রফিকের শেল্টারে এলাকায় বাদীগন মাদক বিক্রি ও মাদকসেবন করে আসছে। সুতরাং তাদের দ্ধারা বাদীর যে কোন ধরনের ক্ষতির আশংকা রয়েছে ।
এ বিষয়ে বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী এর নিকট জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়ে সাথে সাথে এ এস আই অমিতের নেতৃত্বে ফোর্স পাঠিয়েছি। এবং বিবাদীদের কোন প্রকার অবৈধ জায়গা জমি দখল করে বাড়িঘর নির্মানের নিষেধ করা হয়েছে। তিনি আরো জানান, যদি কেউ কথা অমান্য করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।