বিশেষ প্রতিনিধি : ফারুক দেওয়ান।
২০ মার্চ ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব রাজপথের লড়াকু সৈনিক সাবেক ছাত্রনেতা সহিদ জিয়া ও তারেক রহমানের আস্থাভাজন আবু আল ইউসুফ খান টিপু। বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও অপ্রপ্রচার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন। ওসমান পরিবারের দোসর বিএনপি থেকে বহিষ্কার কৃত যারা অপপ্রচার চালাচ্ছে তারাই বিগত ১৬ বছর ফ্যাসিষ্ট হাসিনার দোসর পা চাটা দালাল। ওসমান পরিবারের সাথে আঁতাত করে। চাঁদাবাজি মাদক কারবারি নারি কেলেঙ্কারি কুলাঙ্গার বদিউজ্জামান সদু কদু নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে পরিচিত। এতো দিন কোথায় ছিলো। আমি আল ইউসুফ খান টিপু। আমি নারায়ণগঞ্জের সন্তান আমাকে নারায়ণগঞ্জ বাসী চিনে আমি বিগত ৪৫ বছর যাবত রাজনীতি করি। গত ১৬ বছর ফেসিস্ট সরকার হাসিনার বিরুদ্ধে আমার কি ভূমিকা সেটা নারায়ণগঞ্জ বাসী জানে সাংবাদিক মহল জানেন প্রশাসন জানে। আমাকে যে গুরুত্বপূর্ণ পদগুলি বেগম খালেদা জিয়া দিয়েছেন জনাব তারেক রহমান। দিয়েছে ওনারা কি যাচাই-বাছাই ছাড়া পদ দিয়েছেন। বদিউজ্জামান শুধু কদুর কথা কি আমার পদ দিয়েছেন। ওদু বদু শুদুরা এক সময় জাতীয় পার্টির ওসমান ফ্যামিলি দালাল ছিলো পরবর্তীতে একটা মামলা সাজা হয়ে যায়। পরবর্তীতে মতিন চৌধুরী হাতে পায়ে ধরে দলে যোগদান করছে। এর পর আবার গর্তে ঢুকে গেছে গত ১৬ বছর তাদের কোন অস্তিত্বই ছিল না। কোন আন্দোলন সংগ্রাম ছিলো না আজকে যখন ফ্যাসিস্ট খুনি হাসিনা পতন হয়। মাকলাস মতো খোলস পাল্টায়া বিএনপির টাইটেল লাগায়। সে বিএনপি’র মিনিং কি যদি বলতে পারে আমি রাজনীতি ছেড়ে দিবো ও তো উচ্চারণই করতে পারবে না। সে একটা বেশরম লজ্জাহীন মানুষ আপন ছোট ভাইয়ের বউকে নির্যাতন শ্রীলতা হানি মামলায় জেল খেটেছে। ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করেছে। আমি হুশিয়ারি সমিতি কখনো দখল করিনি এখনো দখল করিনি। এখানে রাজনৈতিক নেতা কর্মীরা আসে এখানে গণমাধ্যম কর্মীরা আসে প্রশাসনের লোক আসে। যদি এখানে টর্চার সেল হতো সাংবাদিকরা লিখতো তারাই তো বলতো। অতএব গন্ড মূর্খ অশিক্ষিত সকল কথার প্রতিবাদ করতে নেই। আবু আল ইউসুফ খান বলেন এখনই সময় এসেছে নারায়ণগঞ্জ বাসি ওসমান পরিবারের দোসরদের চিহ্নিত করে সকল অপকর্ম কে রুখে দাঁড়াবার।