শরীফ আহমেদ:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরাবো কবরস্থান রোডে বাসিন্দা প্রবাসী জাহিদ এর স্ত্রী রানী আক্তারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
উক্ত বিষয়ে ভুক্তভোগী প্রবাসী স্ত্রী বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন। সূত্রমতে জানা যায় মাদকাসক্ত সন্ত্রাসী সিয়াম পিতা মো: আল-আমিন সাং-বরাবো কবরস্থান রোডে উক্ত ব্যক্তি সিয়াম প্রতিদিন ওই প্রবাসীর স্ত্রীকে রাস্তায় আজে বাজে কথা বলে আসছিলো। ইতিমধ্যে প্রবাসের স্ত্রীর শিশুকন্যা ১ম শ্রেণির ছাত্রী এনির স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে ওই মাদকাসক্ত স্থানীয় সন্ত্রাসী সিয়াম ও আল আমিনের কারণে প্রবাসী স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটেছে। উক্ত বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতে বেশ কয়েকবার বিচার সালিশ বৈঠক হয়েছে তাতে কয়েকদিন মাদকাসক্তির সন্ত্রাসী সিয়াম ও আলামিন চুপচাপ থাকার পরেও অদ্য ০১/০৫/২৫ আনুমানিক সন্ধ্যা ৬ঃ৪০ মিনিটে প্রবাসে জাহিদের স্ত্রী কে মাদকাসক্ত সন্ত্রাসী সিয়াম ও সিয়ামের সহোযোগী আল আমিন গংরা ধারালো দেশীয় অস্ত্র রামদা নিয়া প্রবাসীর বাড়িতে প্রবেশ করে এবং প্রবাসী জাহিদের স্ত্রীর উপর সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসের সিয়াম ও আলামিন গংরা। প্রবাসের স্ত্রী ও উক্ত বাড়িওয়ালা গুরুতর আহত হয়েছে।
বর্তমানে মাদকাসক্ত সন্ত্রাসীর সিয়ামের আতঙ্কে প্রবাসী স্ত্রী রানি আক্তার ও উক্ত বাড়িওয়ালা নিরাপত্তা হীনতায় ভুগছেন। স্থানীয় সূত্র জানা যায়, অত্র এলাকায় শুধু প্রবাসী স্ত্রীর উপর হামলাই হয়নি এই মাদকাসক্ত সন্ত্রাসী সিয়াম এর দ্বারা অত্র এলাকা বহু মানুষ হয়রানি নির্যাতন শিকার হয়েছে।
এই সন্ত্রাসের সিয়ামের নামে রূপগঞ্জ থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে জানা যায়। এদিকে রূপগঞ্জ থানায় সন্ত্রাসী সিয়াম ও আল আমিন বিরুদ্ধে অভিযোগ হইলোও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদকাসক্ত সন্ত্রাসী সিয়ামকে গ্রেফতা করছে নাহ।
স্থানীয় এলাকাবাসী সন্ত্রাসী সিয়াম ও আলামিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে।