বিশেষ প্রতিনিধি:
যাত্রাবাড়ী মৃধা বাড়ি রোডের দরবার শরীফ আয়েশা টাওয়ার দ্বিতীয় তলায় অবস্থিত জামিয়া সায়েক মোহাম্মদ হাসান দাদাত আল ইসলামিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠাতা আহমাদ মাত্তাকী ওরফে আলট্রা হুজুর আফিফি বিরুদ্ধে।
গত ১৮মে ২০২৫ ইং রোজ শনিবার জামিয়া শায়েক ইসলামিয়া মাদ্রাসার ছাত্র তাসলিম আহমেদ (২২) জুবায়ের (২২) ফজলে রাব্বি (২১) আরো একাধিক ছাত্র গুরুত্বর অভিযোগ করে বলেন। মাদ্রাসা প্রতিষ্ঠাতার আল্ট্রা হুজুর নামে খ্যাত আফিফি মিশর উচ্চ ডিগ্রি লাভ করেছেন। দেওবন্দে মাদ্রাসা সহ স্বনামধন্য মাদ্রাসায় ডিগ্রী ওজন করেছেন বলে জানান আফিফি।মুখরোচক লিফলেট বিতরণ প্রলবন দেখিয়ে মাদ্রাসা ছাত্রদের আকৃষ্ট করে ভর্তি করানো হয় ।
প্রাক্তন ছাত্র জুবায়ের বলেন নূন্যতম সাধারণ জ্ঞানটুকু আল্ট্রা হুজুরের নেই।গরিব ছাত্রদেরকে অকথ্য ভাসায় গালিগালাজসহ মারধরের অভিযোগও আছে অনেক। ছাত্ররা কিছু বললেই বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে হুমকি ধামকি ভয় সহ মানসিক নির্যাতনের শিকার হয়েছেন অনেক ছাত্র।স্থানীয়রা জানায় এই মাদ্রাসায় আরাবি শিক্ষার মান এতই খারাপ যে আমাদের ছেলে মেয়ে এখানে কি শিখবে প্রতিষ্ঠাতা নিজেই তো ভালো করে আরাবী জানে না। এই আল্ট্রা হুজুর আফিফি কয় দিন আগে ৪ ছাত্রকে মেরে চুরির অপবাদ দিয়ে যাত্রাবাড়ী থানায় অভিযোগ করেছে। এই আল্ট্রা হুজুর ওরফে মোবাইল হুজুর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।