সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডাকসু’র ভুয়া প্রার্থীতা দাবি করা কে এই চাঁদাবাজি রাইয়ান। স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের সুবিধাবাদি নামধারী বিএনপি নেতা হযরত আলী। রূপগঞ্জ থেকে অপহৃত ইউপি চেয়ারম্যান পোস্তগোলা থেকে উদ্ধার। আওয়ামীলীগ নেতা রমজান আলী মাস্টারের বিরুদ্ধে দূদুকে অভিযোগ দায়ের। ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁ বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ। বন্দর চান মার্কেটে জোরপূর্বক অসহায় ময়নার বাড়ি দখলের চেষ্টা-থানায় অভিযোগ। ডেমরায় জোরপূর্বক প্রধান শিক্ষকের কাছ থেকে পদত্যাগ পত্রে স্বাক্ষর। মুন্সীগঞ্জে সদর আধারা ইউনিয়নে গরিবওঅসহায় দুঃস্হ নারীদের মাঝে “সেলাই মেশিন বিতরণ। সর্বনাশা পদ্মা নদীর ভাঙ্গনে অসহায় পরিবারের আর্তনাদ। শাহাদাত হোসাইন এর নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে বিজয় র‌্যালিতে যোগদান করেন।

সংসদ থেকে হারিয়ে গেছে ৯০ লাখ টাকা!

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

আমাদের স্বাধীন দেশ 

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পরই জাতীয় সংসদে ব্যাপক লুটপাট হয়। এতে জাতীয় সংসদ থেকে দাপ্তরিক ও ব্যক্তিগত মিলে ৯০ লাখ টাকা খোয়া গেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে অনুষ্ঠিত জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত সভায় এ তথ্য জানানো হয়। হারিয়ে যাওয়া এ নগদ অর্থ ফেরতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। সংসদ সচিবালয় জানায়, দাপ্তরিক ও ব্যক্তিগত মোট ৯০ লাখ টাকা (আনুমানিক) পরিমাণ অর্থ হারিয়ে যায়। নগদ এই অর্থ ফেরতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে অবহিতকরণ সভায়। সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা প্রস্তুত করে স্ব স্ব অনুবিভাগ প্রধানের কাছে দাখিলেরও সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়। সংসদ থেকে আরও জানানো হয়, সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখাল পাড়া), পুরাতন এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং উপরোক্ত এলাকার ভাঙা, হারানো ও ক্ষতিগ্রস্ত মালামাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত ৩টি কমিটি গঠিত হয়। কমিটিগুলোকে ক্ষতিগ্রস্ত ও স্তূপীকৃত মালামাল সরেজমিন পরিদর্শন করে শপথকক্ষে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া জাতীয় সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ, লাইন ও সেটসমূহ জরুরি ভিত্তিতে মেরামত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলে জানায় সংসদ সচিবালয়। ওই সভায় ভারপ্রাপ্ত সচিব জেবুন্নেসা করিম সভাপতিত্ব করেন। সভায় জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অনুবিভাগ প্রধানরা অংশ নেন এবং নিজ নিজ অনুবিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102